ঢাকা রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ

পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ

ভারত-পাকিস্তান উত্তেজনায় শঙ্কা তৈরি হয়েছিল, বংলাদেশের সফর নিয়ে। তবে বিসিবি দিয়েছে সবুজ সংকেত। পাকিস্তান-বাংলাদেশ দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ পাকিস্তানের মাটিতেই অনুষ্ঠিত হবে বলে জোর দাবি করছে, সে দেশের একাধিক গণমাধ্যম। পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান, জিও সুপার, সামা টিভি, ইসলামাবাদ পোস্ট এবং দ্য নেশন জানিয়েছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সিরিজের সব ম্যাচই পাকিস্তানের ফয়সালাবাদ ও লাহোরে অনুষ্ঠিত হবে। এই সিরিজ ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও আনুষ্ঠানিকভাবে কোনো আপত্তি বা উদ্বেগ প্রকাশ করেনি বলেও জানিয়েছে তারা। এমনকি দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে নিয়মিত যোগাযোগ চলছে বলেও দাবি করেছে পাকিস্তানি গণমাধ্যম।

খবর অনুযায়ী, বাংলাদেশ দল আগামী ২১ মে পাকিস্তানে পৌঁছাবে। ৩০ এপ্রিল পিসিবি যে সূচি ঘোষণা করেছে, তাতে সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ফয়সালাবাদে ২৫ ও ২৭ মে। এরপর দুই দল লাহোরে গিয়ে ৩০ মে, ১ জুন ও ৩ জুন শেষ তিনটি ম্যাচ খেলবে। প্রতিটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়, অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৯টায়। এই সিরিজ দিয়েই ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ফয়সালাবাদে। এটি হবে বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে প্রথম বড় চ্যালেঞ্জও। তবে পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি ও ভারত-পাকিস্তান সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে কিছুটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

পিএসএলের বাকি ম্যাচ স্থগিত ও বাংলাদেশের কয়েকজন খেলোয়াড় এবং সাংবাদিকের পাকিস্তানে আটকে পড়ার ঘটনার পরিপ্রেক্ষিতে সফর নিয়ে উৎকণ্ঠা রয়ে থাকে। বিসিবির পক্ষ থেকে এখনও চূড়ান্ত কোনো বক্তব্য না এলেও, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে টাইগার টি-টোয়েন্টি নতুন অধিনায়ক জানিয়েছেন, বোর্ড নিরপত্তা বিষয়ে দেখছে, যদি সবুজ সংকেত দিয়ে থাকে তাহলে যাব। ফলে সবকিছু ঠিক থাকলে, পাকিস্তান সফর দিয়েই নতুন মিশনে নামবে টাইগাররা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত