ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো বুন্দেসলিগা জিতিয়েছেন, জিতিয়েছেন জার্মান কাপ, রানার্সআপ করেছেন ইউরোপা লিগেসর্বশেষ মৌসুমে বায়ার লেভারকুসেনকে এমনই সাফল্যে ভরিয়েছেন জাবি আলোনসো। ৪৩ বছর বয়সী স্প্যানিশ কোচের অধীনে এ বছরও খুব একটা খারাপ খেলেনি লেভারকুসেন। বুন্দেসলিগায় দ্বিতীয়, সুপার কাপে চ্যাম্পিয়ন, জার্মান কাপে সেমিফাইনাল আর উয়েফা চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলো খেলেছে দলটি। লেভারকুসেন ইতিহাসের সফলতম কোচ হয়ে ওঠা আলোনসো মৌসুম শেষেই ক্লাব ছাড়তে চলেছেন। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানিয়েও দিয়েছেন। গুঞ্জন আছে, রিয়াল মাদ্রিদের কোচ হতে চলেছেন আলোনসো। প্রশ্ন হচ্ছে, আলোনসোর ছেড়ে যাওয়া জায়গায় কাকে কোচের দায়িত্ব দিচ্ছে আলোনসো? লেভারকুসেনের পরবর্তী কোচ হিসেবে দুজনের নাম বিবেচনায় আছে বলে জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম কিকার। এর মধ্যে এগিয়ে আছেন এরিক টেন হাগ। ৫৫ বছর বয়সী এই ডাচ কোচ সর্বশেষ ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে ছিলেন। গত অক্টোবরে দলের খারাপ পারফরম্যান্সের জেরে চাকরি ছাড়তে হয়েছিল তাকে। এর পর থেকে বেকার টেন হাগ। কিকারের খবরে বলা হয়, ইউনাইটেডকে লিগ কাপ ও এফএ কাপ জেতানো এই কোচ কোথাও যুক্ত না থাকায় তাকে দলে ভেড়ানো সহজই হবে। যদিও বেতনের দিক থেকে বেশিই খরচ করতে হতে পারে লেভারকুসেনকে। জার্মান ক্লাবটি পরবর্তী কোচ হিসেবে বিবেচনা করছে সেস্ক ফ্যাব্রেগাসকেও। ৪৩ বছর বয়সী এই স্প্যানিশ বর্তমানে ইতালিয়ান ক্লাব কোমোর দায়িত্বে আছেন। গত বছরই দলটি সিরি ‘আ’তে ফিরেছে, ফ্যাব্রেগাসও একই সময়ে প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন। অবশ্য এই দলটিতে ২০২২ সাল থেকে খেলোয়াড়, অনূর্ধ্ব ১৯ দলের কোচ, মূল দলের ভারপ্রাপ্ত কোচের দায়িত্বও পালন করেছেন ফ্যাব্রেগাস। এই সাবেক আর্সেনাল ও চেলসি তারকা কিছুদিন আগেও কোমোয় দীর্ঘমেয়াদে কাজ চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন। চুক্তির মেয়াদ আছে ২০২৮ পর্যন্ত। কিকারের খবর বলছে, আলোনসোর মতো কোচিং ক্যারিয়ারের শুরুর দিকে থাকা কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিলে ফ্যাব্রেগাসই হবেন লেভারকুসেনের প্রথম পছন্দ। আবার টেন হাগের তুলনায় বেতনেও খরচ তুলনামূলক কমই হবে। এ দিকে ইতালির কোরি দেল্লো স্পোর্ত জানিয়েছে, ফ্যাব্রেগাস লেভারকুসেনে চলে গেলে কোমো ডেভিড আনচেলত্তিকে কোচ বানাতে পারে। ডেভিড রিয়ালের বর্তমান কোচ কার্লো আনচেলত্তির ছেলে। বর্তমানে বাবার সঙ্গে রিয়ালে সহকারি কোচ হিসেবে আছেন। আনচেলত্তি রিয়াল ছেড়ে ব্রাজিলে চলে গেলে ছেলে ফিরে যেতে পারেন নিজের দেশে ইতালিতেই।