ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ব্রোঞ্জজয় উর্মি-আল আমিনের

ব্রোঞ্জজয় উর্মি-আল আমিনের

গতকাল শুক্রবার ছুটির দিনে সকালে সুখবর আসে ব্যাডমিন্টনে। ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্টের মিশ্র দ্বৈতের সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ নিশ্চিত করেছেন আল আমিন ও উর্মি আক্তার। তবে দুপুরে পুরুষ দ্বৈতের কোয়ার্টার ফাইনালের দুই খেলায় হেরে গেছেন স্বাগতিক চার শাটলার। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ভারতের স্বস্তিক মাথারাসান ও কীর্তি মাঞ্চালাকে ২১-১৬, ১৯-২১ ও ২১-১৮ পয়েন্টের ব্যবধানে হারিয়ে শেষচার নিশ্চিত করেন আল আমিন ও ঊর্মি জুটি। প্রথম সেট যদিও খুব সহজে জিতেছে। তবে দ্বিতীয় সেটে এক সময় এগিয়ে থেকেও মাত্র দুই পয়েন্টের ব্যবধানে হেরে যায় জুমার-ঊর্মি। তৃতীয় সেট হয়ে দাঁড়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণ। সেখানে হয়েছে তুমুল প্রতিদ্বন্দ্বীতা। একবার বাংলাদেশের জুটি এগিয়ে যায় তো, পরের বার ভারত। এভাবে চলতে থাকে ম্যাচে শেষ পর্যন্ত জয়ের হাসি বাংলাদেশের। ৩ পয়েন্টে এগিয়ে থেকে শেষ সেট জিতে সেমিতে পা রাখেন জুমার-ঊর্মি। ম্যাচ শেষে বাংলাদেশের ঊর্মি বলেন, ‘জয় পেয়ে ভীষণ খুশি। টানা ম্যাচ খেলার চাপ হয়ত শরীরে পড়ছে, তবে জয়ের খুশিতে সব ভুলে সামনের দিকে তাকিয়ে আছি। বিকালে আবার ঊর্মিকে নিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে নামতে হবে। সবাই দোয়া করবেন।’ লম্বা সময় ধরে জুমারের সাথে জুটি গড়ে খেলা ঊর্মিও আশাবাদী সেমি-ফাইনাল নিয়ে। ‘জুমারের সঙ্গে ছয়-সাত বছর ধরে জুটি বেঁধে খেলছি। যেহেতু অনেকদিন ধরে খেলছি, সেহেতু আমাদের মধ্যে বোঝাপড়াটা ভালো। আমরা এর আগেও আন্তর্জাতিক টুর্নামেন্টে পদক জিতেছি। ঘরের মাঠে এখন সেমি-ফাইনালে উঠলাম। সবাই দোয়া করবেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি।’

এদিকে পুরুষ দ্বৈতের কোয়ার্টার ফাইনালের দুই খেলায় হেরে গেছে বাংলাদেশ। আল আমিন ও মোয়াজ্জেম হোসেন জুটি ২-০ সেটে ভিয়েতনামের ডাং কাক ডাক ও ট্রান হোয়াং জুটির কাছে হেরে যায়। দ্বৈতের আরেক খেলায় মাসুদ আহমেদ ও সাদাকাত রবিন জুটি ২-১ সেটে ভারতের আনুচ কালে ও আয়ান লোপেজের কাছে হেরে যান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত