ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

শেষ মুহূর্তে জয় হাতছাড়া আবাহনীর

শেষ মুহূর্তে জয় হাতছাড়া আবাহনীর

ম্যাচের শেষ মুহূর্তে ভুল করে আবাহনীর এক ডিফেন্ডার বল তুলে দিলেন বক্সের ভেতরে আবু সাঈদের পায়ে। দৃষ্টিনন্দন ভলিতে জাল খুঁজে নিলেন পিডব্লিউডির এই ফরোয়ার্ড। বাংলাদেশ ফুটবল লিগে টানা দ্বিতীয় জয় পাওয়ার সুযোগ হাতছাড়া হয়ে গেল আবাহনীর। গতকাল শুক্রবার কুমিল্লার ভাষা শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচটি ২-২ ড্র হয়েছে। দিনের অন্য ম্যাচে, ব্রাদার্স ইউনিয়নকে ৩-২ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। আগের ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৫-০ গোলে গুঁড়িয়ে দেওয়া আবাহনীর এদিনের শুরুটা ছিল একেবার সাদামাটা। দশম মিনিটে মিনহাজুল স্বাধীনের লক্ষ্যভেদে এগিয়ে যায় পিডব্লিউডি। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আবাহনী সফল হয় দ্বিতীয়ার্ধের শুরুতে। শেখ মোরসালিনের থ্রু পাসে নিখুঁত চিপ শটে গোলকিপারের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান আল আমিন। পিডব্লিউডির রক্ষণে কয়েকবার হানা দেওয়ার পর এগিয়ে যায় আকাশি-নীল জার্সিধারীরা, ৭৪তম মিনিটে। এবার আল আমিনের পাস ধরে বক্সের একটু বাইরে থেকে জোরাল শটে লক্ষ্যভেদ করেন মোরসালিন। ন্যূনতম ব্যবধানটুকু ধরে রেখে জয়ের পানেই ছুটছিল আবাহনী। কিন্তু দ্বিতীয়ার্ধের যোগ করা সময় আট মিনিটের শেষ দিকে বদলে যায় দৃশ্যপট। আবাহনীর ওই ভুলের সুযোগে দারুণ ভলিতে সমতা টানেন সাঈদ। সাত ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে আছে আবাহনী। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে তারা, কিংস ম্যাচ খেলেছে ৬টি। আবাহনী ও পিডব্লিউডি ম্যাচ যেমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে, তেমনি মুন্সিগঞ্জে রহমতগঞ্জ ও ব্রাদার্স ম্যাচ ছিল নাটকীয়তায় ভরপুর। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্সের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও, পরে সলোমন কিংয়ের জোড়া গোল ও আবু ক্লেমেন্তের এক গোলে ৩-২ ব্যবধানে জিতেছে রহমতগঞ্জ। এদিন ৮২ মিনিট পর্যন্ত ব্রাদার্স ২-০ গোলে এগিয়ে ছিল। শেষ কয়েক মিনিটে রহমতগঞ্জ তিন গোল দিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে জয়লাভ করে। এই জয়ে রহমতগঞ্জ ৭ ম্যাচে ১৩ পয়েন্টে দ্বিটেবিলের তীয় আর সমান ম্যাচে ব্রাদার্স ৭ পয়েন্টে অষ্টম স্থানে। ব্রাদার্স ১৫ মিনিটে ম্যাচে লিড নেয় সিলভার গোলে। নাইজেরিয়ান দিদিয়ের গোলে ৭৫ মিনিটে তাদের লিড আরও বাড়ে। কর্নার থেকে এই গোল করেন দিদিয়ের। ব্রাদার্স যখন জয়ের অপেক্ষায়, তখনই রহমতগঞ্জ খেলায় ফেরে। ৮১ মিনিটে নিজেদের বক্সে ফাউল করে রহমতগঞ্জকে পেনাল্টি দেয় ব্রাদার্স। সলোমন পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি। মিনিট ছয়েক পর থ্রো-ইন থেকে হেডে গোল করে সমতা আনেন সলোমন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে আদু গোল করলে রহমতগঞ্জ ডাগআউটে উল্লাসে মাতে। হারের অপেক্ষায় থাকা ম্যাচ থেকে পূর্ণ তিন পয়েন্ট পাওয়ায় বড় উৎসবের উপলক্ষ্যে পরিণত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত