
শেষ ৬ বলে প্রয়োজন ১২ রান। চমৎকার বোলিংয়ে প্রথম চার বলে শুধু চার রান দিলেন জান্নাতুল ফেরদৌস সুমনা। পঞ্চম বলে বাউন্ডারি মেরে ম্যাচ জমিয়ে তুললেন ফাহিমা খাতুন। কিন্তু শেষ বলে ৪ রানের সমীকরণ আর মেলাতে পারলেন না তিনি। রোমাঞ্চণ্ডউত্তেজনায় ভরা লড়াইয়ে দারুণ এক জয় পেল সেন্ট্রাল জোন। মেয়েদের বাংলাদেশ ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে গতকাল শুক্রবার ইস্ট জোনের বিপক্ষে ১ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছেন নিগার সুলতানারা। ১৫৬ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে ১৫৫ রানে থামিয়ে দিয়েছেন তারা।
চমৎকার ব্যাটিংয়ে ১৩ চারে ৫৬ বলে ৮৫ রান করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন দিলারা আক্তার। তিনে নেমে ৪টি চারে ৪৩ বলে অপরাজিত ৪৬ রান করেছেন নিগার। রান তাড়ায় ইস্ট জোনের ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক করেন ৬০ রান। তার ৫৬ বলের ইনিংসটি গড়া এক ছক্কা ও পাঁচটি চারে।
রাজশাহীতে এদিন টস জিতে ব্যাটিংয়ে নামা সেন্ট্রাল জোনকে ভালো শুরু এনে দেন দিলারা। তৃতীয় ও চতুর্থ ওভারে দুটি করে চার মারেন তিনি। পঞ্চম ওভারে মুমতা হেনা হাসনাতকে টানা তিন চার হাঁকান এই ওপেনার। পাওয়ার প্লের শেষ ওভারে ইশমা তানজিম বিদায় নিলে ভাঙে ৪৭ রানের উদ্বোধনী জুটি। ক্রিজে গিয়ে মুখোমুখি দ্বিতীয় বলে চার মেরে রানের খাতা খোলেন নিগার।