ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বাবাকে ছাড়িয়ে যাবেন ফাহাম

বাবাকে ছাড়িয়ে যাবেন ফাহাম

প্রথম শ্রেণির পর এবার লিস্ট ‘এ’ ক্রিকেটেও রানের স্রোত বইয়ে চলেছেন ফাহামণ্ডউল-হাক। প্রেসিডেন্ট’স কাপ গ্রেড-১ এ টানা তিন ম্যাচে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হাকের ছেলে। পাকিস্তানের ঘরোয়া এক দিনের ম্যাচের টুর্নামেন্ট প্রেসিডেন্ট’স কাপ গ্রেড-১ এ গত বৃহস্পতিবার ৬০ রান করেন ফাহাম। সাহিরের হয়ে অয়েল অ্যান্ড গ্যাসের বিপক্ষে খেলা তার ৭৮ বলের ইনিংসটি গড়া ১ ছক্কা ও ৬টি চারে। পরে বল হাতেও আলো ছড়ান ফাহাম, ২০ রান খরচায় নেন ২ উইকেট। তার অলরাউন্ড পারফরম্যান্সের ম্যাচটি জিততে পারেনি সাহির। ২৭৯ রানের লক্ষ্য ৩ উইকেট হাতে রেখে ২৭ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে অয়েল অ্যান্ড গ্যাস।

গত মঙ্গলবার ডব্লিউএপিডিএ-এর বিপক্ষে এক ছক্কা ও ৫ চারে ৬৬ রান করেন ফাহাম। পরে ৩০ রান দিয়ে ৪ শিকার ধরেন তিনি। ৮৭ রানে জেতা ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন এই অলরাউন্ডার। আর গত রোববার লিস্ট ‘এ’ ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির স্বাদ পান ২০ বছর বয়সী ফাহাম। পাকিস্তান টেলিভিশনের বিপক্ষে ২০৭ রান তাড়ায় ১ ছক্কা ও ৭ চারে ঠিক ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন এই ওপেনার। ওই ম্যাচেও উইকেটের স্বাদ পান তিনি। ৩০ রান খরচ করে ধরেন এক শিকার। ম্যাচ সেরার পুরস্কার উঠে তারই হাতে। লিস্ট ‘এ’ ক্রিকেটে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে ফাহামের রান ২৮৪। তার ব্যাটিং গড়ে ৪৭.৩৩। প্রথম শ্রেণির ক্রিকেটেও নিজের সামর্থ্য দেখিয়েছেন ফাহাম। কায়েদণ্ডই-আজম ট্রফির সবশেষ মৌসুমে ১৩ ইনিংসে ৪৫.৯৮ গড়ে ৫৫৬ রান করেছেন তিনি। আসরে উপহার দিয়েছেন দুটি সেঞ্চুরি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত