দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
পথ সভায়, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডঃ কামরুল আলমের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারন অর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু ও জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, "শেখ হাসিনা ভারতে বসে নির্দেশ দিচ্ছেন, আর তার দোসররা দেশে নৈরাজ্য চালাচ্ছে।"
তারা আরও বলেন, "সকল প্রকার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি রাজপথে থেকে প্রতিরোধ গড়ে তুলবে।"
বিক্ষোভ মিছিল ও পথসভায় জেলা বিএনপির সিনিয়র নেতারা এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।