ঢাকা শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

দেবহাটায় ছাত্রী উত্ত্যক্তকারীকে ১ মাসের সাজা

দেবহাটায় ছাত্রী উত্ত্যক্তকারীকে ১ মাসের সাজা

দেবহাটায় ছাত্রীদের ইভটিজিং এর দায়ে ১ উত্ত্যক্তকারীকে আটক করেছে দেবহাটা থানা পুলিশ।

সোমবার (২ জুন) সকাল ১১টার দিকে তাকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের সাজা প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।

আটক শাহিনুর ইসলাম উপজেলার চকমোহাম্মাদালীপুর গ্রামের মৃত শাহাদাত হোসেনের ছেলে।

জানা গেছে, ঈদগাহ বাজারে ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শাহিনুরের একটি দোকান আছে। তিনি ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করতেন বলে গত কয়েকদিন যাবৎ একাধিক শিক্ষার্থী তাদের অভিভাবক ও স্কুলের শিক্ষকদেরকে জানায়। পরে অভিভাবক ও শিক্ষকরা প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও দেবহাটা থানার অফিসার ইনচার্জকে জানালে সোমবার সকাল ১১টার দিকে শাহিনুরকে পুলিশ আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে অভিযোগকারী শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দণ্ডবিধির ১৮৬০ এর ৫০৯ ধারা অনুযায়ী অভিযুক্ত শাহিনুরকে এক মাসের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের দণ্ড প্রদান করেন।

পুলিশ আসামিকে আটক করে সাতক্ষীরা আদালতে প্রেরণ করেছে।

উত্ত্যক্তকারী,সাজা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত