ঢাকা শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

উপকূলে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, স্বাস্থ্যসেবায় বিপর্যয়ের শঙ্কা

উপকূলে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, স্বাস্থ্যসেবায় বিপর্যয়ের শঙ্কা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার উপকূলীয় এলাকায় ডেঙ্গু সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। এতে মারাত্মক চিকিৎসা সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন স্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দুর্বল অবকাঠামো, সীমিত চিকিৎসাসেবা ও প্রশিক্ষিত জনবল সংকটে উপকূলবর্তী অঞ্চলগুলো বড় ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারে বলে মনে করছেন তারা।

সম্প্রতি দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি উপকূলবর্তী জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে শুরু করেছে। এই প্রবণতা কলাপাড়াতেও দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় হাসপাতালে শয্যা সংকট, ওষুধের ঘাটতি এবং রোগ নির্ণয়ের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় চিকিৎসা সেবায় বিপর্যয় নেমে আসতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, চলতি মৌসুমে বিশেষ করে বৃষ্টির পর ডেঙ্গু সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে। উপকূলীয় এলাকায় জলাবদ্ধতা ও পানি নিষ্কাশনের সমস্যা এডিস মশার বিস্তারকে আরও দ্রুততর করছে। তাই জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে অধিদপ্তর।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন কুয়াকাটা বয়েজ ক্লাবের সভাপতি ও চিকিৎসক ডা. তৌফিকুল ইসলাম রনি জানান, “প্রতিদিনই আমার চেম্বারে বেশ কয়েকজন ডেঙ্গু আক্রান্ত রোগী আসছেন। যাদের অবস্থা গুরুতর, তাদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হচ্ছে। অথচ কুয়াকাটার হাসপাতালটি সম্পূর্ণ চালু থাকলে এই মানুষগুলোর দূরে যাওয়ার প্রয়োজন হতো না।”

একই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারাও। জেলে ছগির মাঝি বলেন, “ছেলের ডেঙ্গু হয়েছে, ডাক্তার পটুয়াখালী হাসপাতালে নিতে বলেছে। কিন্তু আমার পক্ষে এত দূর গিয়ে চিকিৎসা করানো খুব কষ্টকর। আমরা চাই কুয়াকাটা হাসপাতালটা পুরো চালু হোক।”

এ বিষয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জেএইচ খান লেলিন বলেন, “ডেঙ্গু প্রতিরোধে এখনই সচেতনতা, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নে পদক্ষেপ না নিলে লাখো উপকূলবাসী চিকিৎসা সঙ্কটে পড়বে। কলাপাড়া ও কুয়াকাটার হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় উপকূলের মানুষরা সঠিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।”

স্বাস্থ্যখাতে অবহেলা ও দেরিতে পদক্ষেপ নিলে উপকূলীয় অঞ্চলে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলেও আশঙ্কা বিশেষজ্ঞদের।

উপকূল,ডেঙ্গু সংক্রমণ,স্বাস্থ্যসেবা,বিপর্যয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত