ঝিনাইদহে ইট ভাটায় জরিমানা ও ভাঙচুর বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ভাটা মালিক-শ্রমিকরা। গতকাল দুপুরে শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ করে তারা। বিক্ষোভ মিছিল শেষে প্রধান উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টা এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দিয়েছে ইট প্রস্তুতকারক সমিতি। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ। উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইট প্রস্তুতকারী সমিতির ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।