নওগাঁয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে সভাপতিত্ব করেন- জেলা সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম।
সিভিল সার্জন বলেন- আগামী ১৫ মার্চ জেলার ১১টি উপজেলা ও ৩টি পৌরসভায় ২ হাজার ৪৪১টি টিকাকেন্দ্রে একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হবে।
এ লক্ষ্যে স্বাস্থ্যপরিদর্শক ১৭ জন, সহকারী স্বাস্থ্যপরিদর্শক ৮১ জন, স্বাস্থ্য সহকারী ১৯৪ জন, এফডব্লিউএ ৩৭১ জন, এফপিআই ৯৪ জন, সিএইচসিপি ২৯৩ জন এবং ৪ হাজার ৮৮২ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে মোট ৩ লাখ ৫৭ হাজার ৫৮৭ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।