ঢাকা বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে গাছে ঝুলিয়ে নির্যাতন !

‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে গাছে ঝুলিয়ে নির্যাতন !

নারায়ণগঞ্জে ছিনতাইকারী আখ্যা দিয়ে এক যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। নির্যাতনের এ ভিডিও টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ওই যুবকের দুই হাত বেঁধে গাছের সঙ্গে ঝোলানো হয়েছে। ঝোলানো অবস্থায় কয়েকজন উত্তেজিত যুবক তাকে লাথি, ঘুষি মারছেন।

এ ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করছিলেন, অনেকে গত বুধবার বিকালে শহরের চাষাড়ায় কেন্দ্রীয় শহিদ মিনারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার প্রত্যক্ষদর্শী শহিদ মিনারের পেছনে চা বিক্রেতা আব্দুর রহিম বলেন, ছিনতাইকারী বইলা এক ছেলেরে মারতে মারতে শহিদ মিনারে নিয়ে আসা হয়। পরে তারে গাছে বাঁইধা মারধর করা হয়। লাঠি, রড দিয়ে পেটানো হয়? বেশ কিছুক্ষণ মারধরের পরে ছেলেটারে ছাইড়া দেয়া হয়।

চাষাঢ়ায় শহিদ মিনারে প্রায় সময়ই চোর, ছিনতাইকারী আখ্যা দিয়ে মারধরের ঘটনা ঘটে বলে জানান ঝাল মুড়ি বিক্রেতা জহির মিয়া। এখানে কিশোর গ্যাংয়ের উৎপাতসহ তাদের নিজেদের একাধিক গ্রুপের মধ্যে মারামারির ঘটনাও শহিদ মিনারের সামনে ও পেছনের গলিতে ঘটে থাকে। এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাসির আহমদ জানান, ঘটনার পরে তারা বিষয়টি জানতে পেরেছেন। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী যুবক বা ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে পায়নি। তবে কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত