টাঙ্গাইলের সখীপুরে আতিক হাসান (১৭) নামের এক যুবকের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বুড়িরচালা দক্ষিণ পূর্বপাড়া এলাকা থেকে পুলিশ এই লাশ উদ্ধার করে। নিহত আতিক হাসান বুড়িরচালা গ্রামের সৌদি প্রবাসী আয়নাল হকের ছেলে। আতিক হাসানের মা জানান, আমার ছেলের প্রায় তিন বছর ধরে মাথায় সমস্যা। কি কারণে এমন করলো আমি জানি না। সে কোনো কিছু নিয়েই কখনও বায়না করে নাই।