ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

মির্জাগঞ্জে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

মির্জাগঞ্জে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

পটুয়াখালীর মির্জাগঞ্জে বাল্যবিয়ে বন্ধ করে বরকে ২০ হাজার টাকা জরিমানা করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম। গত শুক্রবার উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে মেয়ের বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বরের নাম কাওসার সরদার (২২)। তিনি পার্শ্ববর্তী পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের কালাম সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন কাওসার সরদারের সঙ্গে কাকড়াবুনিয়া গ্রামের কামাল গাজীর ১৬ বছর বয়সি অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে বিয়ের আয়োজন করা হয়। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় সাংবাদিক ও থানা পুলিশ জানতে পেরে তাৎক্ষণিক সেখানে উপস্থিত হয়। পরে মির্জাগঞ্জ থানার ওসি শামীম আহমেদ মুঠোফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে, বাল্যবিয়ে বন্ধ করে উভয় পক্ষকে উপজেলা পরিষদে নিয়ে আসার নির্দেশ দেন। এরপর রাত ৯টার দিকে উভয়পক্ষ মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় উপস্থিত হয় এবং সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বর পক্ষকে ২০ হাজার হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে এই অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত