ময়মনসিংহ ত্রিশাল থানা পুলিশ পৃথক অভিযান করে এক কেজি গাঁজা, ১২৩টি ইয়াবা, মাদক বেচাকেনার নগদ টাকা, ৫টি মোবাইল সেটসহ দুই নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার প্রেস ব্রিফিং করে ওসি মুসসুর আহমেদ। তিনি বলেন গত শুক্রবার রাতে এস আই শেখ গোলাম মোস্তফা রুবেল ও এসআই নাহিদ পারভেজ তাদের নেতৃত্বে একটি টিম পৌরসভার ৭নং ওয়ার্ডে অভিযান চালিয়ে রোকেয়া বেগম (৪৮) ও হাসিবুল হাসান (২৫) আটক করে। তাদের কাছ হতে ১২৩ পিস ইয়াবা ও নগদ ৫০, ৫৬০ টাকা ও ৩টি মোবাইল সেট উদ্ধার করে। অন্যদিকে এসআই পলাশ চন্দ্র রায়, এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল, এসআই নাহিদ পারভেজের নেতৃত্বে আরেকটি অভিযান করে পৌরসভার ৮নং ওয়ার্ড এলাকা থেকে এক কেজি গাঁজাসহ তাহমিনা বেগম মিনা (৪২) আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।