ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

পিরোজপুরে ‘জার্নালিজম ফর সুন্দরবনস’-এর সভা

পিরোজপুরে ‘জার্নালিজম ফর সুন্দরবনস’-এর সভা

পিরোজপুরে জার্নালিজম ফর সুন্দরবনস’র সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সাবেক সহ-সভাপতি খালিদ আবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, জেলা জার্নালিজম ফর সুন্দরবনস ফোরামের সদস্য সচিব খেলাফত হোসেন খসরু, সদস্য ফসিউল ইসলাম বাচ্চু, ওয়াহিদ হাসান বাবু, হাসান মামুন, ইমাম হোসেন মাসুদ, শফিকুল ইসলাম মিলন, তামিম সরদার, হাসিবুল ইসলাম হাসান, হাবিুর রহমান, কুমার শুভ রায়, জার্নালিজম ফোরামের নেছারাবাদ উপজেলার আহ্বায়ক আনোয়ার হোসেন। প্রকল্প কর্মকর্তা সাহিদা বানু সোনিয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, তরিকুর ইসলাম, ইয়থ ফর সুন্দরবন মঠবাড়িয়ার আহ্বায়ক রাসেল রায়হান, ইয়থ ফর সুন্দরবন নেছারাবাদের আহ্বায়ক সুবর্ণা আক্তার প্রমূখ। সভায় পিরোজপুর জার্নালিজম ফর সুন্দরবনস কমিটি, ফোরামের নীতিমালা, সাংবাদিকদের করণীয় বিষয়সহ সুন্দরবন সম্পর্কিত বিস্তারিত বিভিন্ন আলোচনা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত