নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন করলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন এপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. এরফানুল হক। গত শুক্রবার সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয় এবং সার্কিট হাউসে তাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। পরে তিনি সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা শাখার কর্মকর্তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়সভায় অংশ নেন। সভায় জেলা প্রশাসনের উন্নয়ন কর্মকাণ্ড, সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় - আলোকিত বাংলাদেশ