চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ যুবদল নেতা মিলন আলী লিমন গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল শনিবার ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিলন আলী লিমন (৪০) চুয়াডাঙ্গার ঝিনাইদহ বাস স্ট্যান্ডপাড়ার এতিমখানা রোডের আবুল হোসেনের ছেলে। তিনি চুয়াডাঙ্গা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক।
চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যেরভিত্তিতে ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের (৩৬ এডি) নেতৃত্বে লিমন আলীর বাড়িতে পুলিশ ও সেনাবাহিনী অস্ত্র উদ্ধারের যৌথ অভিযান চালায়। অভিযানে তার বাড়ির বিভিন্ন স্থান থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, একটি এ্যামুনিশন, চারটি দেশীয় চাপাতি, একটি চাইনিজ ছুরি, একটি রামদা ও ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।