ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

বগুড়ায় মৌসুমী ফল উৎসব

বগুড়ায় মৌসুমী ফল উৎসব

বগুড়া খ্রীষ্টীয় মণ্ডলীর সভাপতি অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডীর পরিচালনায় গত শুক্রবার বিকালে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়। ফলের পসরা ছিল চোখ জুড়ানো আম, জাম, লিচু, কাঁঠাল, তালের শাঁসসহ নানা রঙ ও স্বাদের দেশীয় ফল। খ্রীষ্টীয় মণ্ডলীর সানডে স্কুলের ছেলে মেয়ে এবং খ্রীষ্টীয় সমাজের শিশু শ্রেণি হতে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী এই ফল উৎসবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে সবগুলো ফলের সঙ্গে পরিচয় করানো হয়। কোন ফলের কী উপকারিতা তাও তুলে ধরা হয়। সভাপতি অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী বলেন, মৌসুমী ফল উৎসব আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও শিক্ষার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।

ঈশ্বরের সৃষ্ট অপার সৌন্দর্য ফলমূল, বৃক্ষ ও ঋতুচক্র আমাদের প্রতি তার আশীর্বাদ। আমরা চাই আমাদের শিশুরা শৈশব থেকেই এই সৃষ্টির প্রতি কৃতজ্ঞতা, যত্ন ও দায়িত্ববোধ নিয়ে বড় হোক।

মিসেস ছবি বিশ্বাস, মার্গারেট বন্দনা দাস, রেজিনা মারান্ডীর সার্বিক সহযোগিতায় উৎসবে আরও উপস্থিত ছিলেন বগুড়া খ্রীষ্টীয় মণ্ডলীর সাবেক পালকপ্রধান মি. সৌরভ বিশ্বাস, পালক মি. গিলবার্ট মৃধা, মিস অর্পণা প্রামাণিক, ম্যাবডোলিন ফ্রান্সিসকা বেসরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত