পাবনার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) ডায়রিয়া ব্যাপক আকার ধারণ করেছে। গত তিন দিনে অন্তত সাড়ে চার শতাধিক শ্রমিক আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গুরুতর কয়েকজনকে পাবনা সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রমিকদের অভিযোগ, ইপিজেডে সরবরাহ করা খাবার পানির মাধ্যমেই এই বিষক্রিয়ার সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার খাবারের পর থেকেই একে একে শ্রমিকরা পেটব্যথা, পাতলা পায়খানা, জ্বর, বমি ও মাথাব্যথায় অসুস্থ হয়ে পড়েন। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইপিজেড মেডিকেল সেন্টারে অসংখ্য রোগী ভিড় করেন। কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেলেও বেশিরভাগই ভর্তি হয়েছেন। হাসপাতালে বেড সংকুলান না হওয়ায় রোগীদের বারান্দা, করিডোর এমনকি সিঁড়িতেও স্যালাইন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকাল থেকে গতকাল শনিবার বিকাল ১১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হন। এছাড়া, ইপিজেড মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছেন অন্তত ৩৫৫ জন।