ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে যুবক হত্যার রহস্য উদ্ঘাটন

সিরাজগঞ্জে যুবক হত্যার রহস্য উদ্ঘাটন

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুতি পূর্বপাড়া গ্রামের চাঞ্চল্যকর ট্রাক চালক ফরিদুল ইসলাম বাদশা (২৭) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ মামলার প্রধান আসামি মনিরুল ইসলাম মনিকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। আদালতে তিনি জবানবন্দি দিয়েছেন। এ জবানবন্দিতে বাদশার সঙ্গে তার স্ত্রীর পরকীয়া সম্পর্ক চলছিল। এ ঘটনায় ক্ষীপ্ত হয়ে বন্ধুকে হত্যা করা হয়েছে। সদর থানার ওসি মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বন্ধু বাদশার সঙ্গে মনিরুলের স্ত্রীর দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল। এ প্রেমের সম্পর্ক বাদ দিতে বাদশাকে নিষেধ করে মনিরুল। এ নিষেধ না মানায় ক্ষীপ্ত হয়ে ঈদের আগের রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঈদের দিন ভোরে সে মারা যায়। এ ব্যাপারে নিহতের মা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে সংশ্লিষ্ট থানায় মামলা করেন। গত রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি মনিকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্য মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও ভিকটিমের ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়েছে। গত সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করলে সে ১৬৪ ধারায় উল্লেখিত জবানবন্দি দেয় এবং আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত