জামালপুরের সরিষাবাড়ীতে ব্যক্তিগত উদ্যোগে চরাঞ্চলের কাঁদাময় ও খানাখন্দে ভরা রাস্তা সংস্কার করা হয়েছে। গতকাল সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পশ্চিম মালিপাড়া খান পাড়া মোড় হইতে পশ্চিম মালিপাড়া খলিল দোকানদারের বাড়ি পর্যন্ত মানুষের চলাচলের সমস্যার কথা বিবেচনা করে মালিপাড়া গ্রামের আলহাজ আব্দুল লতিফের ছেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রোবায়েত হোসেন বিপুল মাস্টারের নিজস্ব অর্থায়নে এ রাস্তাটি সংস্কার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি অতিবৃষ্টির কারণে পোগলদিঘা ইউনিয়নের পশ্চিম মালিপাড়া খান পাড়া মোড় হইতে পশ্চিম মালিপাড়া খলিল দোকানদারের বাড়ী পর্যন্ত চলাচলের একমাত্র রাস্তাটির বিভিন্ন স্থানে মাটি ধসে ভাঙনের কবলে পড়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে স্থানীয়দের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন ও মসজিদে নামাজ আদায় সহ চরম ভোগান্তি নিয়ে চলাচল করতে হতো। এ বিষয়টি মালিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রোবায়েত হোসেন বিপুল এর নজরে এলে তিনি বিষয়টি জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম কে অবগত করেন।
পরে শামিম তালুকদারের নির্দেশনায় দিনব্যাপী বিপুল মাস্টারের উদ্যোগে স্থানীয়দের সঙ্গে নিয়ে ইট, বালু ও মাটি ফেলে রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্য মামুন, ১ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি স্বপন মিয়া, সাবেক ছাত্র নেতা জামিল সরকার, স্থানীয় আব্দুল কদ্দুস, বিজয়, রাহুল, রাকিব, সুমন, ওসমান আলী প্রমুখ। তার এ মানবিক উদ্যোগে আনন্দিত গ্রামবাসী। তারা বলেন, বছরের পর বছর এ রাস্তা সংস্কারের দাবি জানিয়ে কোনো সরকারি উদ্যোগ না পেলেও বিপুল মাস্টারের এমন উদ্যোগে আমাদের কস্ট দূর হলো। এ বিষয়ে রোবায়েত হোসেন বিপুল মাস্টার বলেন, আমার এলাকার এই রাস্তাটির বেহাল দশার কথা আমি জানতে পারি। এবারের অতিবৃষ্টির কারনে বিভিন্নস্থানে ভেঙে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিষয়টি জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ভাইকে জানালে তার নির্দেশে আমার নিজস্ব অর্থায়নে ইট, বালু ও মাটি এনে স্থানীয়দের সহায়তায় রাস্তাটি সংস্কার করে দেই।