ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ঈশ্বরগঞ্জ হাসপাতালের মেঝেতে টয়লেটের পানি, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি

ঈশ্বরগঞ্জ হাসপাতালের মেঝেতে টয়লেটের পানি, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টয়লেট ও বাথরুমের নোংরা পানি জমে আছে বহিঃবিভাগের একাংশ। হাসপাতালের টিবি এন্ড জিন এক্সপার্ট কক্ষ ও ইপিআই কক্ষের সামনের মেঝেতে এমওএমসিএইচ কক্ষের বাথরুমে থেকে আসা পানি।

গতকাল শনিবার হাসপাতালে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। জমে থাকা পানি থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। পা উঁচু করে চলাচল করছেন রোগীরা। এ সময় কয়েকজন রোগী মন্তব্য করেন, হাসপাতালের অবস্থা এমন হলে সুস্থতা দূরে থাক, আরও রোগজীবাণু নিয়ে বাড়ি যেতে হবে। জানা যায়, দীর্ঘদিন ধরে নানা সংকট ও অব্যবস্থাপনায় চলছে ঈশ্বরগঞ্জ উপজেলার ৫০ শয্যার এই হাসপাতালটি। এসব কারণে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। এ হাসপাতালে নেই কোনো পরিচ্ছন্নতাকর্মী। যে কারণে হাসপাতালের সবখানেই ময়লা-আবর্জনা দেখা মেলে। টয়লেট-বাথরুমগুলোও অপরিচ্ছন্ন। এছাড়া, চিকিৎসকসহ সবধরনের জনবল সংকট রয়েছে এখানে। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মচারী বলেন, সকালে এসে দেখি অফিসে ঢুকতেই সামনের মেঝেতে পানি। এ সময় খোঁজ নিয়ে দেখি এমওএমসিএইচ কক্ষের বাথরুমে থেকে আসা পানি জমে আছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছি। দ্রুত মেরামত করা না হলে পরিবেশ আরও দূষিত হবে।

এ সময় ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) তারেক ইবনে মুজিদ বলেন, হাসপাতালতো নিজেই অসুস্থ, আমাদের সেবা দেবে কী করে! যেখানে রোগ নিরাময় হওয়ার কথা, সেই হাসপাতালই অস্বাস্থ্যকর। জমা জল পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। রোগী ছেড়ে যাবে কোথায়, তাই এই অস্বাস্থ্যকর পরিবেশেই যেন গরিবের শেষ আশ্রয়।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া ইসলাম মুনমুন বলেন, এটা মূলত রোগীদের অসচেতনতার জন্য হয়েছে। মহিলারা প্যাড ফেলে পাইপের লাইন বন্ধ হয়ে যাওয়ার কারণে এমন হয়। এরইমধ্যে হাসপাতালের সব বাথরুম সংস্কারের কাজ চলমান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত