ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সরিষাবাড়ীতে অনলাইন জুয়া চক্রের চার সদস্য আটক

সরিষাবাড়ীতে অনলাইন জুয়া চক্রের চার সদস্য আটক

জামালপুরের সরিষাবাড়ীতে অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল মঙ্গলবার ভোরে গোপন সংবাদেরভিত্তিতে উপজেলার আওনা ইউনিয়নের স্থল কাওয়ামারা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- আওনা ইউনিয়নের কাউয়ামারা গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে আলাল (২৬), দুলাল মিয়া (২৬), কাওয়ামারা গ্রামের ইসমাইলের ছেলে শ্রাবণ (২৭) ও স্থল গ্রামের আব্দুল আজিজের ছেলে শামীম হোসেন (২৭)। জানা যায়, সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যেরভিত্তিতে ক্যাপ্টেন অর্ণব কবির প্রাপনের নেতৃত্বে ২৬-বীর এর বিশেষ দল উপজেলার আওনা ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এসময় অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করে সেনাবাহিনী।

এ সময় আটকদের কাছ থেকে ৯টি অ্যান্ড্রয়েড ফোন, ১টি আইফোন, ৫টি বাটন ফোন, ৪১টি সিম কার্ড, ৪টি ডেবিট-ক্রেডিট কার্ড, ২টি পাসপোর্ট, ৫টি জাতীয় পরিচয়পত্র, ১টি ল্যাপটপ, ২টি সিপিইউ, ১টি মনিটর এবং নগদ ২০ হাজার ৪২৯ টাকা জব্দ করা হয়। পরে গতকাল মঙ্গলবার ভোর ৪টার দিকে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জসিম উদ্দিনের কাছে আটকদের হস্তান্তর করে সেনাবাহিনী। এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জসিম উদ্দিন জানান, আওনা ইউনিয়ন থেকে ৪ জনকে আটক করা হয়েছে। আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত