ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিএনপির ছয় নেতাকে কারণ দর্শানোর নেটিশ

বিএনপির ছয় নেতাকে কারণ দর্শানোর নেটিশ

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির ছয়জন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল স্বাক্ষরিত একটি নোটিশ ওই ছয় নেতাকে দেওয়া হয়েছে। নোটিশে তাদেরকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নোটিশ পাওয়া নেতারা হলেন- নেত্রকোনা বারহাট্টা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল আজাদ বাবুল, আসমা ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান মতি, চিরাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল কুদ্দুস তালুকদার, সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল শেখ, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন ও সদস্য মো. মোস্তফা কামাল।

বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনার বারহাট্টা উপজেলার ওই ছয়জন নেতা সাম্প্রতিক সময়ে একে অন্যের বিরুদ্ধে বিষোºার, এলাকায় উচ্ছৃঙ্খল আচরণ, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি ও নৈতিক অবক্ষয়ের অভিযোগ ওঠে। তাদের পরিবারের কয়েকজন সদস্য মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত এমন অভিযোগও রয়েছে। এ নিয়ে চিরাম ইউনিয়নে পাল্টাপাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠি হয়েছে।

বারহাট্টা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল আজাদ ও আসমা ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান মতি সাথে কথা হয়েছে। তারা উভয়েই বলেন, গত বছরের ৫ আগস্টের পর উপজেলার চিরাম ইউনিয়নে মদ, গাজা, চাঁদাবাজী বেড়ে যায়। এ নিয়ে এলাকায় মানববন্ধন, গণস্বাক্ষর ও ডিসি এসপি অফিস বরাবরে স্মারকলিপিও দেওয়া হয়েছে। আমরা এ সব অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। তারপরও আমাদের ছয়জনাকে কারণদর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে শুনেছি। আমরা যথাসময়ে এর জবাব দিব। বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ বলেন, দায়িত্বশীল পদে থেকেও তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সে কারণে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অনুলিপি জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত