
নীলফামারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী পরিবারের মধ্যে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ইনসাফ কল্যাণ ফাউন্ডেশন। প্রধান অতিথি ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা শামসুল হক শাহ্ বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। এ উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে। বিশেষ অতিথি সহ-সভাপতি নুর মোহাম্মদ বলেন, শারদীয় দুর্গাপূজায় সামান্য সহযোগিতা দিয়েও আমরা সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের আনন্দে শামিল হতে চাই।