
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) গোপালগঞ্জ জেলা সার্কেলের আওতাধীন এলাকায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিবারের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরকৃত এসব চেক বিতরণ করা হয়। গতকাল সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এ সময় গোপালগঞ্জ বিআরটিএ-এর সহকারী পরিচালক জান্নাতুল মাওয়া ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি নিহত ৮টি পরিবারের সদস্যদের হাতে ৫ লাখ করে মোট ৪০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, গত তিন বছরে জেলায় ২৩২টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ হারায় ২৪৬ জন ও আহত হন ৪৯২ জন। সড়ক ও মহাসড়কের বিভিন্ন স্থানে স্পিডব্রেকার দিয়েও সড়ক দুর্ঘটনা কমনো যাচ্ছে না। তাই সড়ক দুর্ঘটনা কমাতে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।