ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রাজবাড়ীর পদ্মায় ৯ জেলে আটক

রাজবাড়ীর পদ্মায় ৯ জেলে আটক

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইলিশ শিকারের অভিযোগে অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় ৬ হাজার বর্গমিটার অবৈধ জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

তিনি জানান, গত মঙ্গলবার রাত ১২টা থেকে ভোর রাত পর্যন্ত এসআই অপূর্ব কুমার সাহার নেতৃত্বে নৌ পুলিশ ও কোস্টগার্ডের একটি যৌথ দল পদ্মা নদীতে অভিযান চালায়। অভিযানটি দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকা থেকে শুরু হয়ে চর কর্ণেশন, চর মজলিসপুর, ধোলাইয়ের চর এবং কলাবাগান চ্যানেল পর্যন্ত চলে। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ৯ জন জেলেকে আটক করাসহ ৬ হাজার মিটার জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। ওসি ত্রিনাথ সাহা আরও জানান, আটককৃত জেলেদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। গতকাল বুধবার তাদের রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে। জব্দ করা ৬ হাজার বর্গমিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উদ্ধার ১০ কেজি ইলিশ মাছ দৌলতদিয়া খানকা শরীফের দরিদ্র ও এতিম শিশুদের মধ্যে বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত