ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চাকসু নির্বাচনে ছাত্রদলের ইশতেহার ঘোষণা

চাকসু নির্বাচনে ছাত্রদলের ইশতেহার ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ‘সাজ্জাদণ্ডশাফায়াত-তৌফিক’ পরিষদ আট দফা ইশতেহার ঘোষণা করেছে। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়। এ সময় উপস্থিত ছিলেন চাকসুর জিএস প্রার্থী মো. শাফায়াত, এজিএস প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিকসহ অন্যান্য প্রার্থীরা। আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সহ-সভাপতি জিয়াউদ্দিন বাসেতসহ কেন্দ্রীয় ও চবি শাখার অন্যান্য নেতারা।

ঘোষিত ইশতেহারের আট দফা হলো- শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা, মানসম্মত খাদ্য ও আবাসনের অধিকার নিশ্চিত করা, শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনী সহায়তা নিশ্চিত করা, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস ও নারী স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, পরিবহন ব্যবস্থ্যার মানোন্নয়ন ও সম্প্রসারণ, মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা, সাহিত্য সংস্কৃতির, ক্রীড়া ও বিনোদনমূলক কার্যক্রম সমৃদ্ধকরণ, ক্যারিয়ার গঠনে দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।

ইশতেহার ঘোষণার পূর্বে সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, শিক্ষার্থীরা আমাদের ইশতেহার জানার জন্য অনেক আগ্রহী ছিল।

ইশতেহার তৈরির আগে আমরা শিক্ষার্থীদের কাছে গিয়েছি। তাদের চাহিদাগুলো বুঝার চেষ্টা করেছি। সে আলোকেই আমাদের ৮ দফা ইশতেহার তৈরি করা হয়েছে। শিক্ষার্থীদের ভাবনাই আমাদের ইশতেহার। আমরা ইশতেহার বাস্তবায়নে সর্বাত্মকভাবে কাজ করব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত