ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

এবারের শিক্ষক নিয়োগ অতীতের সব বদনাম ঘোচাবে : ইবি উপাচার্য

এবারের শিক্ষক নিয়োগ অতীতের সব বদনাম ঘোচাবে : ইবি উপাচার্য

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ‘ছাত্র হিসেবে মেধার ভিত্তিতে এখানে সবাই অংশগ্রহণ করছে। এখানে কে ছাত্রলীগ বা অন্য কোনো দলের সঙ্গে জড়িত কি না সেটা তো দেখার বিষয় না, পরীক্ষা দেওয়ার সুযোগ তো সবাই পাবে।

এটা জাস্ট একটা অভিযোগ আরকি। এবারের শিক্ষক নিয়োগ অতীতের সব বদনামকে ঘোচাবে। ছাত্রদল যে এই নিয়োগ পরীক্ষাকে অবৈধ বলছে এটা তাদের নিজস্ব ব্যাপার। গতকাল শুক্রবার ‘ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট’ বিভাগের শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষে সাংবাদিকদের পরীক্ষা কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, আমরা লিখিত, মৌখিক ও একাডেমিক রেজাল্টে যারা সর্বোচ্চ মার্ক পাবে তাদের নিয়োগ দিবো। নিয়োগে কোনো রাজনৈতিক মতাদর্শকে প্রাধান্য দেওয়া হবে না।

আশা করি যোগ্য শিক্ষকই নিয়োগ হবে। এ সময় তিনি আরও বলেন, যে-সকল বিভাগের সভাপতিরা আওয়ামী রাজনীতির সাথে জড়িত তারা বোর্ডে থাকলেও সুবিধা করতে পারবে না। কারণ, এটি একটি সম্মিলিত প্রক্রিয়া।

এদিকে সকাল সাড়ে ১০টায় ইবনে সিনা বিজ্ঞান ভবনের সামনে ফ্যাসিস্টমুক্ত শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত