ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

৯ জেলের কারাদণ্ড

৯ জেলের কারাদণ্ড

রাজবাড়ীতে পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ৯ জন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ সময় ৪০ হাজার মিটার জাল, ৭ কেজি ইলিশ মাছ জব্দ ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে গতকাল শুক্রবার বিকাল ৩টা পর্যন্ত জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সদর ও কালুখালী উপজেলার পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, ইলিশের প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এই সময়ের মধ্যে রাজবাড়ীতে ৫২টি অভিযান চালানো হয়েছে। এরমধ্যে ১১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ২ লাখ ৯৩ হাজার মিটার জাল, ৫৬ কেজি ইলিশ মাছ জব্দ ও একটি নৌকা নিলামে বিক্রি করা হয়েছে ৩৬ হাজার টাকায়।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, ইলিশের প্রজনন মৌসুমে কেউ যাতে নদীতে মাছ শিকার করতে না পারে, সে জন্য অভিযান চলমান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত