
গোপালগঞ্জের এনটিভি ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার এবং গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সিনিয়র সাংবাদিক মাহাবুব হোসেন সারমাত (৫৪) মারা গেছেন। গত শুক্রবার বিকাল ৫টা ৫৫ মিনিটে গোপালগঞ্জের খ্রিস্টান পাড়া নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ৩ মেয়ে ৫ ভাই, ৪ বোনসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন।
গতকাল শনিবার যোহরের নামাজের পর শহরের গেট পাড়ার কবরস্থানে তার বাবা মার পাশে তাকে শায়িত করা হয়। এরআগে গোপালগঞ্জ এস কে আলিয়া মাদ্রাসার মসজিদে তার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সকালে সদর উপজেলার বলাকইড় গ্রামে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।তার মৃত্যতে গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রিপোটার্স ফোরামসহ জেলায় কর্মরত গণমাধ্যমে কর্মীরা শোক জানিয়েছেন।