ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ঝালকাঠিতে ধানের শীষের পক্ষে গণসংযোগ

ঝালকাঠিতে ধানের শীষের পক্ষে গণসংযোগ

ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নবগ্রাম বাজারের বিভিন্ন শ্রেণিরর মানুষ এবং ব্যবসায়ীদের সঙ্গে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. শাহাদাৎ হোসেন। গতকাল শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গণসংযোগ কার্যক্রম চলে।

এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর এসএম এজাজ হাসান, ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দপ্তরের দায়িত্বে অ্যাড. মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নজরুল তালুকদার, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আজিজুর রহমান বশির, নবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি তাপস তালুকদার, সাধারণ সম্পাদক সরদার মো. শহিদুল্লাসহ ঝালকাঠি জেলা, সদর উপজেলা, নবগ্রাম ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

তৃণমূল পর্যায়ে জনসাধারণের দোরগোড়ায় তারেক রহমান ঘোষিত ৩১ দফার বার্তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে গণসংযোগ কালে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাড. শাহাদাৎ হোসেন ৩১ দফার বিভিন্ন দিক তুলে ধরে আধুনিক বাংলাদেশ বিনির্মানে এটি একটি কার্যকর এবং জনগণের মুক্তি ও অগ্রগতির জাতীয় সনদ হিসাবে আক্ষায়িত করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত