
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুর থেকে অনন্যা ইসলাম সুমি ওরফে যুথি (৩০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে স্থানীয়দের চোখে পড়ে পুকুরে ভাসমান লাশটি। যুথি শহরের পিয়ারাতলা এলাকার মৃত বাচ্চু ইসলামের মেয়ে। প্রথম স্বামীর মৃত্যুর পর যুথি দ্বিতীয় স্বামী নাহিদ ইসলামের সঙ্গে চৌড়হাস এলাকার থাকতেন।
প্রথম সংসার একটি মেয়ে রয়েছে তার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকালে পুকুরে ভাসমান মরদেহটি দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, ওই নারী মাদকাসক্ত ছিলেন। তাছাড়া শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।
প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। বাকিটা রিপোর্ট পাওয়ার পর বলা যাবে।
কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল আজিজ বলেন, স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ সময় একটি বাটন মোবাইল ও পায়ের স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। নিহত ওই নারীর নাম অনন্যা ইসলাম সুমি ওরফে যুথি বলে জানা গেছে।