ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সলংগায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সলংগায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের সলংগা থানা এলাকার ঘুড়কা সমবায় পাম্প এলাকায় চোর সন্দেহে যুবক ইকবাল হাসান (১৯) হত্যা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি শাহজাদপুর উপজেলার লুকালিয়া গ্রামের শাহ জামালের ছেলে ও ওই পাম্পের কর্মচারী শাকিল (২৪)। সলংগা থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৩ অক্টোবর রাতে ঘুড়কা সমবায় পাম্প এলাকায় মানসিক প্রতিবন্ধী যুবক ইকবাল হাসান ওরফে ইউসুফ ঘোরাফেরা করছিল। এ সময় তাকে চোর সন্দেহে লোহার রড ও প্লাস দিয়ে বেদম মারপিট ও বিদ্যুৎস্পৃষ্ট করে গুরুতর আহত করা হয়। তাকে প্রথমে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে সিরাজগঞ্জ এবং পরবর্তীতে বগুড়া শজিমেক হাসপাতালে হস্তান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত