
পিরোজপুরে কাউখালীতে নাশকতার মামলায় ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে কাউখালী থানা পুলিশ বিশেষ অভিযানে পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
থানা সূত্রে জানা যায়- নাশকতার পরিকল্পনার যুক্ত থাকায় অভিযোগে দুইজন ও নিয়মিত মামলায় একজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়। গ্রেপ্তার ইদ্রিস হাওলাদার উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের ইউপি সদস্য ও আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক। একই ইউনিয়নের সোনাকুর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হাওলাদার ছেলে সরোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ছাড়া নিয়মিত মামলার আসামি উপজেলার জীবগা সাতুরিয়া গ্রামের খলিলুর রহমানর ছেলে মো. ফেরদৌসকেও গ্রেপ্তার করা হয়েছে।