
বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের এসডিডিবি প্রকল্পের আয়োজনে নেত্রকোনার দুর্গাপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক, জিও-এনজিও প্রতিনিধি, প্রবীণ, প্রতিবন্ধী ব্যাক্তি ও ডিসি কমিটির ব্যাক্তিবর্গের অংশগ্রহণে এক মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। কমরেড মণিসিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে প্রবীণ ও প্রতিবন্ধীদের জীবন-মান উন্নয়ন ও সহযোগীতাপূর্ণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে, প্রতিবন্ধী ও সমাজকল্যান ক্লাবের সভাপতি মো.নুরুল ইসলাম এর সভাপতিত্বে প্রকল্পের এমিনেটর সারেন তজুর সঞ্চালনায় প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার।
অন্যান্যের মাঝে আলোচনা করেন কারিতাস ময়মনসিংহ অঞ্চলের প্রতিনিধি এলটুস নকরেক, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি রুপন কুমার সরকার, দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মোহন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সিনিয়র সাংবাদিক ধ্রুব সরকার, আল নোমান শান্ত, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি ওয়ালী হাসান তালুকদার কলি, সাধারণ সম্পাদক শফিকুল আলম সজিব, সাবেক সভাপতি সজিম সাইন, সাবেক সম্পাদক রাজেশ গৌড় প্রমুখ।