
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নের লক্ষ্যে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ী জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত সহজ কোরআন শিক্ষা কেন্দ্রসমূহে শিক্ষার্থীদের কোরআন ছবক প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় রাজবাড়ী শহরের বিনোদপুর কলেজপাড়া বায়তুন নূর জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫ সালের ৩৫ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআনের ছবক প্রদান করা হয়।
একই দিনে বড়চর বেনীনগর জামে মসজিদ কেন্দ্রেও অনুরূপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।