ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

হাদি হত্যার প্রতিবাদে উত্তাল সারাদেশ

হাদি হত্যার প্রতিবাদে উত্তাল সারাদেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নির্মমভাবে গুলি করে হত্যার প্রতিবাদে গতকাল শুক্রবার দেশজুড়ে বিক্ষোভ, সড়ক অবরোধ ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচি থেকে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

রংপুর ব্যুরো : ছাত্র-জনতার ব্যানারে গায়েবানা জানাজা, দোয়া মাহফিল ও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা মহানগরীর টাউন হল চত্বরে গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, পরে শোক র‌্যালি টাউনহল চত্বর থেকে শুরু করে ডিসির মোড় হয়ে ইউটার্ন নিয়ে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। গায়েবানা জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, এক হাদি গেছে লক্ষ হাদি এখন রয়েছে। সকলে জান দেয়ার জন্য প্রস্তুত। জান দেবো তারপরও এক চুলও ভারতকে কিংবা ফ্যাসিস্ট আ.লীগকে ছাড় দেওয়া হবে না। এখন থেকে যেখানেই আ.লীগের কারো দেখা হবে, সেখানেই তাদের প্রতিহত করা হবে। ভারতের দালালি বাংলাদেশে আর চলবে না। আমরা ২৪-এর আন্দোলনে এক ছিলাম, এখনও এক হয়ে সকল ফ্যাসিস্টদের মোকাবিলা করব। এ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, মহানগর জামায়াতের সহ-সেক্রেটারি আল আমীন হাসান, মহানগর ছাত্র শিবিরের সভাপতি নুরুল হুদা, এনসিপি জেলা আহ্বায়ক আল মামুন, ছাত্র-শক্তির আহ্বায়ক ইমতিয়াজ হোসেন ইমতিসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ।

এ সময় রংপুরের সর্বস্তরের ছাত্র-জনতারা উপস্থিত ছিলেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে বেরোবি উপাচার্যের গভীর শোক প্রকাশবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর উপাচার্য প্রফেসর ড. মো: শওকাত আলী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সাহসী যোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

চট্টগ্রাম : ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। জুমার নামাজের পর কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে এ বিক্ষোভ মিছিল জিরো পয়েন্টে এসে সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, শহিদ হাদি ৫ আগস্টের পর এক টকশোতে বলেছিলেন- যখন আমরা লড়াই করব, তখন আমাদের শত্রুকে চিনতে হবে। শত্রুকে না চিনলে লড়াই সঠিকভাবে করা যায় না। তার বক্তব্যের মাধ্যমে তিনি আমাদের শত্রু চিনিয়ে দিয়ে গেছেন।

আমরা শাহবাগের কথা বলি, কিন্তু শাহবাগ কীভাবে আমাদের ক্ষতি করেছে, তা হাদি ভাই আমাদের দেখিয়ে দিয়েছেন। আওয়ামী লীগ চলে গেলেও আমরা কালচারাল আওয়ামী লীগকে প্রতিহত করতে পারিনি। হাদি ভাই বুঝেছিলেন, এদের প্রতিহত করতে হলে সাংস্কৃতিকভাবেই প্রতিহত করতে হবে। ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, হাদি ভাইয়ের মতো একটি কণ্ঠস্বর আমাদের খুব প্রয়োজন ছিল। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষের হৃদয়ের কথা বলতেন, খেটে খাওয়া মানুষের পক্ষে কথা বলতেন। তিনি মানুষের মনের কথা বুঝতেন বলেই তাকে শহিদ করা হয়েছে। শুধু হাদি নয়- আধিপত্যবাদ এখন অনেকের বিরুদ্ধে কিলিং মিশনে নেমেছে। তারা আবার আধিপত্য কায়েম করতে চায়, দেশের সম্পদ লুটপাটের স্বপ্ন দেখে।

বরিশাল : নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে বিক্ষোভণ্ডসমাবেশ শেষে মিছিল বের করে ছাত্র জনতা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এসে বিক্ষোভ হয়। বিক্ষোভকালে ছাত্র-জনতা বলেন, যারা হাদিকে গুলি করে হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। হাদিকে যারা হত্যা করেছে তাদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত না করতে পারলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেবে ছাত্র-জনতা।

নওগাঁ প্রতিনিধি : গতকাল নওগাঁ ঐক্যবদ্ধ প্রতিরোধ মঞ্চের আয়োজনে শহরের নওজোয়ান মাঠের সামনে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। যেখানে জুলাই বিপ্লবী ছাত্ররা বিভিন্ন স্লোগানসহ বক্তব্য দেন। সমাবেশ শেষে একটি প্রতীকী কফিন মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের কেডির মোড়ে গিয়ে শেষ হয়। এসময় বিপ্লবী মঞ্চের নেতাকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন- আওয়ামী সন্ত্রাসীরা পরিকল্পনা করে সারা দেশে হত্যা করছে। এছাড়া ভারতীয় আধিপত্য বিস্তার করার চেষ্টা করা হচ্ছে যা কোনোভাবেই বাস্তবায়ন হতে দেয়া যাবে না। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় ছাত্র-জনতা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

সাতক্ষীরা : জুমার নামাজের পর ছাত্র শিবির-এনসিপি ও ছাত্র পরিষদের আয়োজনে খুলনা রোড মোড়ে শহিদ হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- শহর শিবিরের সেক্রেটারি মেহেদী, শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসেন, ছাত্র অধিকার পরিষদের আল ইমরান ইমুসহ অন্যরা।

বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যবাদ আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না। আধিপত্যবাদের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। আওয়ামী সন্ত্রাসীরা ওসমান হাদীকে হত্যা করেছে। হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার করতে হবে।

চুয়াডাঙ্গা : ওসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জীবন নগরে বিক্ষোভণ্ডসমাবেশ করে সর্বস্তরের ছাত্র-জনতা। জীবননগর বাসস্ট্যান্ডে বিক্ষোভণ্ডসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামি শ্রমিক আন্দোলন জীবননগর থানা শাখার সেক্রেটারি মাওলানা ইসলামুল হক রাজু ইসলামি আন্দোলন জীবননগর থানা শাখার সহ-সভাপতি মাওলানা কে এম সাইফুল্লাহ ইসলামী যুব আন্দোলনের জীবননগর থানা শাখার সেক্রেটারি রাইহানুল ইসলাম অনিক, বাংলাদেশ খেলাফত মজলিস জীবননগর থানা শাখার সেক্রেটারি মাওলানা যুবায়ের আল মাহমুদ, বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের জীবননগর থানা শাখার আহ্বায়ক সোহেল পারভেজ, সদস্য মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জীবননগর থানা শাখার আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব মোকসেদুর রহমান রিমন, স্বেচ্ছাসেবক দলের জীবননগর থানা শাখার সদস্য সচিব মোকলেছুর রহমান রাসেল প্রমুখ। বক্তারা বলেন দেশে স্বৈরাচারীরা নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। হাদির খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী সকল ষড়যন্ত্রকে রূখে দেওয়ার আহবান করেন।সর্বশেষ শরিফ ওসমান হাদীর মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

নরসিংদী : হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে নরসিংদীর ভেলানগরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্দ ছাত্র-জনতা। গতকাল দুপুরে শহরের ভেলানগর মোড়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও ব্যারিকেট দিয়ে এই অবরোধ করা হয়। এসময় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় নরসিংদীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ভেলানগর মোড়ে এসে জমা হয় ছাত্র-জনতা। এ সময় নানা স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ ফ্যাসিস্ট আ.লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান তারা।

গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বিপ্লবী ছাত্র জনতা। এসময় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বর নাম পাল্টে শহীদ হাদি চত্বর নাম রাখে তারা। এছাড়া বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধু কর্ণার ও জুলাই আন্দোলন বিরোধী ৬ শিক্ষকের অপসারণের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুম্মার নামাজ শেষে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জয়বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে জয় বাংলা চত্বরের নাম পরিবর্তণ করে শহূদ হাদি চত্বর নামফলক টাঙিয়ে দেয়া হয়। এদিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্ণার ও বঙ্গবন্ধুর বই সরিয়ে নেয়া এবং জুলাই আন্দোলনে বিরোধীতাকারী ৬ শিক্ষকের অপসারেনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘন্টার সময় আল্টিমেটাম দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে প্রশাসন কোন পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলেও জানান তারা।

ভোলা : জেলা শহরের কালিনাথ রায়ের বাজার এলাকার হাটখোলা মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলবের হয়। পরে শহরের মহাজনপট্টি, সদর রোড, বাংলাস্কুল মোড় হয়ে নতুন বাজার এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাগেরহাট : জুমার নামাজ শেষে পুরাতন কোর্ট মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে জুলাই চত্বরে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম, ডাকসুর কার্যনির্বাহী সদস্য বেলাল হোসেন অপু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা আহ্বায়ক এস এম সাদ্দাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাগেরহাট জেলা সভাপতি হাফেজ মোরশেদ আলম, বাগেরহাট জেলা ছাত্রদল নেতা আল মামুন প্রমুখ।

নারায়ণগঞ্জ : মহানগর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শহরের মিশনপাড়া এলাকা থেকে শুরু করে দুই নাম্বার রেলগেট হয়ে চাষাড়া গোলচত্বর এলাকায় সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমেদ।

কুড়িগ্রাম : বাদ জুমা উপজেলা মডেল মসজিদ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে মিলিত হয়। সেখানে দুপুর ২ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক ব্লকেড করে বিক্ষোভ প্রদর্শন করে আন্দোলনকারীরা। ব্লকেড কর্মসূচিতে বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক লোকমান হোসেন লিমন, সদস্য সচিব খন্দকার আল ইমরান, সাবেক আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব সাদিকুর রহমান প্রমুখ। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার সদস্য সচিব মাসুম মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ, সদর উপজেলা শাখার সমন্বয়কারী রাজু আহমেদ রাজ্জাক, জাতীয় নারী শক্তির জেলা আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা প্রমুখ।

টাঙ্গাইল : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিদের ফাঁসির দাবিতে যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক অবরোধ এবং বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। গতকাল বিকালে টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহাসড়কে গিয়ে অবরোধ সৃষ্টি করে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হয়। শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জুমআ’র নামাজ শেষে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে অবস্থান নেয়। পরে ১৬-১৭ মিনিট যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে ছাত্র-জনতা। এ সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পরে মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করা হয়। সমাবেশে ছাত্র অধিকার পরিষদের নেতারা অবিলম্বে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান।

ব্রাহ্মণবাড়িয়া : শহরের জামিয়া ইউনুছিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে জেলা হেফাজতে ইসলামের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এসময় মিছিলটি শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। একই সময় বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে অপর একটি বিক্ষোভ মিছিল শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ থেকে বের হয়। মিছিল দুটি শহরের কান্দিপাড়া, টি,এ রোড, ফারুকী পার্ক সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলী মোড় পয়েন্টে গিয়ে শেষ হয়।

এসময় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক মো: আতাউল্লাহ, জেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি মাওলানা আলী আজম কাসেমী, সহ-সভাপতি মাওলানা বুরহান উদ্দীন কাসেমী, সমাজ কল্যাণ সম্পাদক মুফতী ইউসুফ ভুইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকারিয়া খান, ছাত্রবিষয়ক সম্পাদক মুফতী জুনায়েদ কাসেমী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মহাবিপ্লবী শরীফ ওসমান হাদি তার জীবন বিসর্জন দিয়ে জুলাইয়ের চেতনাকে রেখে গেছেন। সেই চেতনাকে ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জুলাই যোদ্ধারা লড়াই করে যাবে। এছাড়াও বক্তারা, দ্রুত ওসমান হাদির হত্যাকারীদের ভারত থেকে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। পরে শরীফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : জুমার নামাজের পর শ্রীমঙ্গলের সর্বস্তরের ছাত্র-জনতার উদ্যোগে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এতে বক্তব্য রাখেন- শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান চৌধুরী তুহিন, মানব কল্যান সংস্থার মাওলানা আব্দুর রহিম নোমানী, খেলাফত যুব মজলিসের শ্রীমঙ্গল উপজেলা কমিটির সভাপতি মোজাহিদুল ইসলাম, মৌলভীবাজার জেলা জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক সম্পাদক নিলয় রশিদ তন্ময়, গণঅধিকার পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি হারুনুর রশিদ, জেলা যুব শক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব জোনায়েদ হাসান, এনসিপির জেলা শাখার সদস্য আবু সুফিয়ান রায়হান, খেলাফত যুব মজলিস উপজেলা কমিটির সাবেক সভাপতি নাইম হাসান প্রমুখ।

কেন্দুয়া (নেত্রকোনা) : হাদি হত্যার বিচার এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে কেন্দুয়া উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্র ও যুব আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কেন্দুয়া উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। প্রায় ৫০-৬০ জন নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি কেন্দুয়া সরকারি জয়হরী স্প্রাই উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মনোনীত প্রার্থী এবং কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব জাকির হোসেন সুলতান।

এসময় আরও উপস্থিত ছিলেন- কেন্দুয়া দিকদাইর মাদ্রাসার মুহতামিম শরিফুল ইসলাম জিহাদি, এনসিপি কেন্দুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: আতিকুর রহমান কাদরী , ইসলামি ছাত্র শিবির কেন্দুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক কিরন হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোণা জেলা শাখার সংখ্যালঘু সম্পাদক মো: আমির হামজাসহ সংশ্লিষ্ট সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা): সুন্দরগঞ্জে বিক্ষোভ ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিপ্লবী ছাত্র-জনতার আয়োজনে উপজেলা পরিষদ জামে মসজিদ মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে, সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জানাজা স্থলে এসে শেষ হয়। অংশ নেওয়া ছাত্র-জনতা হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। পাশাপাশি তারা আওয়ামী লীগের বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

গায়েবানা জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সোহান ইসলাম, সুন্দরগঞ্জ পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন সজিব এবং সুন্দরগঞ্জ পৌর বাজার জামে মসজিদের ইমাম সৈয়দ মাহমুদ হাসান। গায়েবানা জানাজা শেষে শহিদ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পৌর বাজার জামে মসজিদের ইমাম সৈয়দ মাহমুদ হাসান।

এ সময় উপস্থিত ছিলেন- সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম, উপজেলা নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান বকসি, সুন্দরগঞ্জ পৌর সাংগঠনিক থানা ছাত্রশিবিরের সভাপতি শাহিন সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী নুর আলম মিয়া নুর, এনসিপির যুগ্ম সমন্বয়কারী আজিজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ছাত্র-জনতা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত