
প্রতিনিধি শ্যামনগরে দখলদারদের দায়ের কোপে এক ব্যক্তি খুন হয়েছে। শ্যামনগর থানার ওসি জানান, গতকার শনিবার সকাল ৯টায় শ্যামনগর জাবাখালী গ্রামের ফারুকের ছেলে সেলিম, এমান আলীর ছেলে সাইফুল, বদরউদ্দীনের ছেলে রেজাউলসহ ১০-১২ জন দা, সাবল, ভুজালি নিয়ে প্রতিবেশী গোলাম মোগলের দখলীয় ভিটা দখলে আসে। এ সময় গোলাম মোগল বাধা দিলে দখলদাররা দা ও ভুজালী দিয়ে গোলাম মোগলকে উপর্যুপরি কুপিয়ে মারাত্বক জখম করে।
এ সময় স্থানীয়রা আহতকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এ ব্যাপারে চারজন আটক হয়েছেন।