
সিরাজগঞ্জের তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়াখালি নামক স্থানে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে ট্রাকসহ ৫টি যানবাহনে ডাকাতি করে এবং তারা নগদ টাকাসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উল্লেখিত স্থানে রাস্তার ওপর গাছ ফেলে ডাকাতরা। অল্প সময়ের মধ্যে তারা অস্ত্রের মুখে ট্রাকসহ ৫টি যানবাহনের ১৭ জনের কাছ থেকে নগদ টাকাসহ বেশকিছু মালামাল লুট করে নিয়ে যায়।
এ ডাকাতির ঘটনা চলাকালে ৯৯৯-এ এক পথচারী ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়।
ডাকাতির কবলে পড়া ট্রাকচালক ডাবলু সেখ পুলিশকে জানায়, ট্রাক নিয়ে যাওয়ার পথে ওই সড়কের বেড়খালি নামকস্থানে ডাকাতরা গাছ ফেলে ট্রাকটি আটক করে এবং অস্ত্রমুখে টাকাসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এভাবে আরও ৩-৪টি যানবাহনের ডাকাতির ঘটনা ঘটেছে বলে তিনি জানান। স্থানীয়রা বলছেন, এরআগে আরও কয়েকবার এ সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটে। এ সড়কে পুলিশের বক্স স্থাপনসহ জন সাধারণের নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসনের কাছে আবেদন করে এলাকাবাসী। এ আবেদনে সংশ্লিষ্ট প্রশাসন ব্যবস্থা নেয়নি। তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান বলেন, অতিসম্প্রতি সরকারিভাবে ওই সড়কে গাছ কাটা হয়। এ কাটা গাছের অংশ সড়কে ফেলে ডাকাতেরা সহজেই এ ডাকাতি করেছে। এ ঘটনার পর থেকেই এলাকায় বিশেষ অভিযান শুরু করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি বলে তিনি উল্লেখ করেন।