ঢাকা রোববার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

‘রংপুর সদর উপজেলাবাসীর দুর্দশা লাঘব করা হবে’

‘রংপুর সদর উপজেলাবাসীর দুর্দশা লাঘব করা হবে’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর-৩ বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু বলেছেন, রংপুরবাসী এখন জেগেছে। রংপুরবাসীর ভোট নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ নেই। আগামীতে তারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে থাকবে, ভোট দিবে। এ সময় তিনি স্থানীয় জনগণের উদ্দেশে বলেন, বিএনপি ক্ষমতায় আসলে সরকার গঠন করলে রংপুর সদর উপজেলাবাসীর দুঃখ দুর্দশা লাগব করা হবে। রংপুর সদর উপজেলার অবহেলা বঞ্চনা দূর করে উন্নয়ন করা হবে।

উপজেলা পরিষদ স্থানান্তর করা হবে। ফায়ার সার্ভিস স্থাপন করা হবে। সরকারি স্কুল কলেজ প্রতিষ্ঠা করা হবে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। কোনো রাস্তাঘাট কাঁচা থাকবে না, ভাঙাচুরা থাকবে না। স্কুল কলেজ মসজিদ মন্দির সব স্থাপনার উন্নয়ন করা হবে। তিনি সদর উপজেলাবাসীর উদ্দেশে বলেন, এবার সুযোগ এসেছে পরিবর্তনের। সেই সুযোগ আপনারা হাতছাড়া করবেন না। ধানের শিষে ভোট দিন। নির্বাচিত করুন। ইনশাল্লাহ বঞ্চনা দূর করা হবে। গতকাল শনিবার দুপুরে রংপুর সদর উপজেলাধীন চন্দনপাট ইউনিয়নের যাদবপুর এলাকায় উঠান বৈঠক ও সদ্যপুস্কুরনী ইউনিয়নের পালিচড়া পশ্চিম কেশবপুর ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রংপুরবাসী দীর্ঘদিন শোষণ শাসনের শিকার হয়েছে। কোনো উন্নয়ন হয়নি, শিল্প কারখানা গড়ে ওঠেনি, গ্যাস আসেনি। বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টি হয়নি। একটি দল শুধু রংপুরের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। তারা ভোটের সময় অতিথি পাখি হিসেবে এসে ভোট নিয়ে গেলেও রংপুরবাসীর আর কোনো খবর রাখেনি। কোনো উন্নয়ন করেনি। এবার সময় এসেছে পরিবর্তনের। রংপুরবাসী জেগেছে। আশা করি তারা আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করবে।

এ সময় উপস্থিত ছিলেন- রংপুর সদর-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সুলতান আলম বুলবুল, স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকির, মহানগর বিএনপির সদস্য মকবুল হোসেন, রেজাউল ইসলাম লাবলু, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, জামিল খান, শাহিনুল ইসলাম শাহীন, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, মহসিন আলী, মহানগর বিএনপির সদস্য শামসুদ্দোহা, জেলা বিএনপির সদস্য হারুন উর রশিদ হারুন, মহানগর কৃষক দলের সদস্য সচিব ফিরোজ হোসেন পিন্টু, জেলা কৃষক দলের সদস্য সচিব দিল মেরাজুল দুলু, সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম মিঠু, মহানগর ওলামা দলের সদস্য সচিব হাফেজ নুর হক শাহ, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক তাজুল ইসলাম হারুন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল ইমরান সুজন, যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বি বাবু, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান শ্রাবণ, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল ইসলাম সবুজ, যুগ্ম আহ্বায়ক জুনায়েদ হোসেন অনীক, ২২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মেহেদী হাসান মিলন, মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু, ১৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন পলাশ, ২৮নং ওয়ার্ড সভাপতি মমিনুল ইসলাম মমিন, ২৬নং ওয়ার্ড সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম, ৩২নং ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম সাকু, মহানগর ছাত্রদলের সাবেক সহদপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেলসহ মহানগর এবং সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। এরপর তিনি পালিচড়াহাটে ধানের শীষের পক্ষে কুশল বিনিময় করেন।

তারেক রহমান ঘোষিত রাষ্ট্র গঠন ও মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেন। এ সময় সদ্যপুরস্কনি ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন উর রশিদ হারুন, থানা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান শ্রাবণসহ ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এরপর তিনি নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের ভোগীবালা পাড়ায় বিএনপি নেতার জানাজায় অংশগ্রহণ করেন। এরপর রাতে তিনি সদর উপজেলা লাহিরহাটে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। পরে তিনি ১২ নম্বর ওয়ার্ডের চক ইসবপুর নয়ারহাট ও ১১ নম্বর ওয়ার্ডের নাজিরহাট এলাকায় গণসংযোগ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত