
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিক, জুলাই যোদ্ধা, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাসহ ছয়জনকে হত্যা ও গুমের হুমকি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এই হুমকিকে কেন্দ্র করে উপজেলায় ব্যাপক উদ্বেগ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় গত রোববার রাতে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত রোববার ‘নো ক্যাপশন’ নামের একটি ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে এই হুমকি দেওয়া হয়।
জিডির বর্ণনা অনুযায়ী, গত রোববার বেলা দুপুরে ‘নো ক্যাপশন’ নামের একটি ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা ও ইসলামী ছাত্র ঐক্য পরিষদ শ্রীমঙ্গলের সভাপতি মো. মুজাহিদুল ইসলামের ফেসবুক ম্যাসেঞ্জারে হত্যার হুমকি পাঠানো হয়। ওই বার্তায় মুজাহিদুল ইসলামসহ দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি মো. এহসানুল হক, মৌলভীবাজার জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিলয় রশিদ তন্ময়, যুবশক্তি পরিষদ শ্রীমঙ্গলের আহ্বায়ক আহমেদ নাঈম সাকিব, জেলা এনসিপির সদস্য হায়দার আলী, ছাত্রদল কর্মী নাহিম আহমেদকে তালিকাভুক্ত করে হত্যার হুমকি পাঠানো হয়েছে। মুজাহিদুল ইসলাম বলেন, গত রোববার আমাকেসহ মোট ছয়জনকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়। বিষয়টি থানার ওসিকে জানালে জিডি করার পরামর্শ দেওয়া হয়। আমরা ছয়জন থানায় উপস্থিত হয়ে জিডি করেছি।
শ্রীমঙ্গল থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, এই বিষয়ে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। শ্রীমঙ্গল থানার পুলিশ ও সিআইডি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। প্রাপ্ত তথ্য ও স্ক্রিনশট যাচাই-বাছাই করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি এহসানুল হক জানান, তিনি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনিয়ম, দুর্নীতি ও অপরাধ চক্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে আসছেন। এসব সংবাদ প্রকাশের জের ধরে একটি মহল তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকভাবে হুমকি দিচ্ছে।