
কুমিল্লার চান্দিনায় পৌরসভার উন্নয়নে দিনব্যাপী ক্লাস্টার ডেভেলপমেন্ট পরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল থেকে ওই কর্মশালা শুরু হয়। চান্দিনা পৌরসভা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি) এর উদ্যোগে দিনব্যাপী ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান (সিডিপি), ক্যাপিটাল ইনভেস্টম্যান্ট প্ল্যান (সিআইপি) এবং সিআরএপি প্রিপারেশন ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়। চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মোহাম্মদ আশরাফুল হক এর সভাপতিত্বে এবং নগর পরিকল্পনাবিদ মো. আব্দুর রকিব খান এর উপস্থাপনায় কর্মশালায় উপস্থিত ছিলেন- আরইউটিডিপি কুমিল্লার এসএমই মো. আব্দুল কুদ্দুস, নগর পরিকল্পনাবিদ তামান্না সালাম, আর্কিটেক্ট ফারহানা ইসলাম, ডিজাইন ইঞ্জিনিয়ার সানিম আরেফিন, পরিবেশ বিশেষজ্ঞ মো. আল আমিন, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মো. জাহিদুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মো. মোশতাক আহমেদ তালুকদার, চান্দিনা পৌরসভার সহকারী প্রকৌশলী মো. সাজ্জাদ হাছান। কর্মশালায় পৌরসভার টিএলসিসির সদস্যরা চান্দিনা পৌরসভাকে আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে গ্রুপভিত্তিক নকশাসহ বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করেন।