
স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে প্রণীত স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজন পরিকল্পনা বিষয়ে জেলা পর্যায়ে শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। জেলা প্রশাসন ও বেসরকারি সংগঠন ফ্রেন্ডশিপের আয়োজনে এবং ব্রিটিশ হাইকমিশনের অর্থায়নে নবপল্লব প্রকল্পের আওতায় গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত শেয়ারিং মিটিং এ প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মইনুল ইসলাম মঈন। ফ্রেন্ডশিপের সহকারি পরিচালক ফরিদ আহমেদ সাগরের সভাপতিত্বে এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা প্রথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এফএম মান্নান কবীর, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মো. আলাউদ্দীন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. ইশরাত জাহান সুমনা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সুশীলনের উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান মনির, উত্তরণ প্রতিনিধি অ্যাডভোকেট মনির হোসেন, ফ্রেন্ডশিপের রিজিওনাল কোওর্ডিনেটর সাখাওয়াত হোসেন, রিজিওনাল ম্যানেজার মিজানুর রহমান, উপজেলা প্রজেক্ট কোওর্ডিনেটর দীপঙ্কর সাহা, কেয়ার বাংলাদেশ প্রতিনিধি গোলাম মোয়াজ্জেম প্রমুখ।