
খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে আক্তার হোসেনের (৪০) দুই হাতের কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার বটিয়াঘাটা থানার দারোগার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
আক্তার বটিয়াঘাটার গল্লামারি এলাকার চাঁদ আলী মোল্লার ছেলে। তিনি নগরের বড় বাজার এলাকার একটি হোটেলে কাজ করেন। আক্তার হোসেনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বটিয়াঘাটা থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, আক্তারকে কাজ দেওয়ার নাম করে মঙ্গলবার ডেকে নেওয়া হয়েছিল বলে জানতে পেরেছি। পরে তাঁকে বাড়ি থেকে ডেকে দারোগার ভিটা আলী নগরে একটি বিলের মধ্যে নিয়ে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। আহত আক্তার জানিয়েছেন, পূর্বপরিচিত চারজন তাকে ডেকে বটিয়াঘাটার দারোগার ভিটায় নিয়ে যান।