
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ ২ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটকরা হলেন- বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ শান্তিনগর এলাকার জাকির হোসেন মিয়ার ছেলে লিজান (২০) ও একই এলাকার তাওলাদ হোসেন মিয়ার ছেলে টিটু (৪০)। এ ব্যাপারে বন্দর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মনির হোসাইন বাদী হয়ে গতকাল বুধবার বন্দর থানায় অস্ত্র আইনে এ মামলা করেন। আটকদের গতকাল ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।