বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় সুরক্ষিত সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ সাবেক ও বর্তমান ২৫ কর্মকর্তার লকার বা সেফ ডিপোজিটের কিছুই পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বিকেল ৪টায় লকারের রেজিস্টার খাতা তল্লাশি শেষে এই তথ্য জানান দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জমান। তিনি বলেন, আমরা বাংলাদেশ ব্যাংকের অভিযুক্ত সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ ২৫ কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে এসেছি। তবে ঢাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসানের উপ¯ি’তিতে কেন্দ্রীয় ব্যাংকের লকারের রেজিস্টার পরীক্ষা করে তাদের লকার সুবিধা পাওয়া যায়নি। তিনি আরও বলেন, দুদকের কাছে অনেক অভিযোগ রয়েছে। সেসব অভিযোগের ভিত্তিতে ভবিষ্যতে আদালতের নির্দেশক্রমে অন্য কর্মকর্তাদেরও সুবিধা আছে কি না সেটি দেখা হবে। কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে বা প্রমাণ পাওয়া গেলে যত প্রভাবশালী হোক কোনো ছাড় দেওয়া হবে না।