প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ৪৬১ কোটি টাকা ব্যয়ে নির্মিত বহুতল ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার থেকে এই ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অফিস শুরু করেছেন। চলতি মাসে বা আগামী মাসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভবনটি উদ্বোধন করবেন বলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে।
গতকাল কর্মকর্তা-কর্মচারীরা অফিসের অনেক কক্ষে গোছগাছ করতে দেখা গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের জন্য নির্মিত ২০তলা ভবনটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য সাতটি ফ্লোর রাখা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের জন্য নির্ধারিত ৯টি ফ্লোর রয়েছে। এরইমধ্যে প্রধান উপদেষ্টা-প্রধানমন্ত্রীর কার্যালয় তৃতীয় তলায় রাখা হয়েছে।
জানা যায়, ‘বাংলাদেশ সচিবালয়ে ২০ তলাবিশিষ্ট নতুন অফিস ভবন নির্মাণ’ প্রকল্পটি ২০১৮ সালের ৩০ অক্টোবর একনেক সভায় অনুমোদিত হয়। ৪৬১ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে এ প্রকল্পের আওতায় দুটি বেসমেন্টসহ ২০তলা সুপার স্ট্রাকচার বিশিষ্ট অফিস ভবন নির্মাণকাজ ডিসেম্বরে শেষ হয়। দুটি বেসমেন্টে ৬৬টি গাড়ি পার্কিং, নিচতলা ও দোতলায় রিসেপশন লবি, লাউঞ্জ ও রক্ষণাবেক্ষণের জন্য অফিস, তিন ও চারতলায় প্রধানমন্ত্রীর দপ্তর (মন্ত্রিসভা বৈঠকের জন্য) থাকছে। মন্ত্রিপরিষদ বিভাগের জন্য মোট ৯টি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য ৭টি ফ্লোর রাখা হয়েছে। ১২ তলা থেকে ২০ তলা পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভবনের মোট আয়তন ৩ লাখ ৭৮ হাজার ৩১৯ বর্গফুট। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগ ৯টি ফ্লোরে ১ লাখ ৭২ হাজার ৭০৪ বর্গফুট, আর জনপ্রশাসন মন্ত্রণালয় ৭টি ফ্লোরে ১ লাখ ২ হাজার ৫৭৪ বর্গফুট জায়গা পাচ্ছে। এছাড়াও মন্ত্রিপরিষদ বিভাগের রয়েছে একাধিক সভাকক্ষ।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী (ইডেন) আব্দুস সাত্তার বলেন, আমাদের কাজ শেষ, কিছু ছোট ছোট কাজ বাকি আছে। মন্ত্রিপরিষদ বিভাগ অফিস করেছে, কয়েকদিন পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অফিস করবেন।