ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

চট্টগ্রামে ৬ মাসে ৪৫ হাজার এনআইডি সংশোধন

চট্টগ্রামে ৬ মাসে ৪৫ হাজার এনআইডি সংশোধন

গারা দেশে জাতীয় পরিচয়পত্রে সংশোধনের ক্রাশ প্রোগ্রামের আওতায় ৬ মাসে সাড়ে ৪৫ হাজার আবেদন সংশোধন করেছে চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়। গতকাল সোমবার দুপুরে আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ। তিনি জানান, গত ২২ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত ক্রাশ প্রোগ্রাম ছিল। এ সময়ের মধ্যে সংশোধনের কাজ শেষ করা হয়েছে। এছাড়া গত ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ৬ মাসে এনআইডি সংশোধন হয়েছে ৪৫ হাজার ৬৯৭টি। এর মধ্যে ‘খ’ ক্যাটাগরিতে ৩৬ হাজার ৪৫৯, খ (১) ক্যাটাগরিতে ৪ হাজার ৯৫০টি এবং সিনিয়র জেলা নির্বাচান কর্মকর্তার অধীনে ‘গ’ ক্যাটাগরিতে সংশোধন হয়েছে ৪ হাজার ২৮৮টি। নিষ্পত্তিকৃত এসব আবেদনের মধ্যে ২৬ হাজার ৭৯৩টি আবেদন মঞ্জুর, ৬ হাজার ১৮৩টি আবেদন আংশিক মঞ্জুর এবং ৮ হাজার ৪৩২টি আবেদন নামঞ্জুর করা হয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ৬০-৭০টি নতুন আবেদন দাখিল করা হয়। এছাড়া আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার অধীন নিষ্পত্তিকৃত ‘গ’ ক্যাটাগরিতে সংশোধন হয়েছে ২০ হাজার ৭৪৭টি। বশির আহমেদ বলেন, বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা প্রাপ্তিতে বর্তমানে জাতীয় পরিচয়পত্র উপস্থাপন বাধ্যতামূলক। কিন্তু অনেক নাগরিকের জাতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও তা আমলে না নিয়ে চাকরিতে নিয়োগ বা বয়স কমিয়ে পাসপোর্ট প্রদান করা হচ্ছে। পরবর্তীতে সে অনুযায়ী তারা জাতীয় পরচিয়পত্র সংশোধন করতে চাচ্ছেন, যা অযৌক্তিক। অন্যদিকে অনেক নাগরিকের ভিন্ন ভিন্ন দলিলাদিতে ভিন্ন ভিন্ন তথ্য বিদ্যমান আছে। ফলে যখন যে সেবা প্রয়োজন তখন সে অনুযায়ী জাতীয় পরিচয়পত্র সংশোধন করছেন। কিন্তু শুধুমাত্র ঢালাওভাবে জাতীয় পরিচয়পত্র সংশোধন করে উক্ত ব্যক্তির সব সেবা নিশ্চিত সম্ভব নয়। বরং অনেক ক্ষেত্রে নতুন করে জটিলতা তৈরি করছে। এক্ষেত্রে অন্যান্য প্রতিষ্ঠানসমূহকেও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাদের দলিলাদি যৌক্তিক সংশোধনের উদ্যোগ নিতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত